ইচ্ছে করে পাখি হয়ে ভোরবেলায় ডাকি, ইচ্ছে করে ভালো হয়ে সবার মাঝে থাকি। ইচ্ছে করে নদীর মত কল কলিয়ে হাসি, ইচ্ছে করে ডানা মেলে নীল আকাশে ভাসি। আব্দুল্লাহ আল ইসলাম মামুন। ইংরেজি বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা 2022-10-11