কাব্য কিশোর বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনলাইন ম্যাগাজিন যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিশোর উপযোগী বিভিন্ন গদ্য-রচনাও প্রকাশ করে থাকে। ২০২১ সালে কাব্য কিশোর অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি অব বাংলাদেশ এর সম্মাননা পায়। পারভেজ হুসেন তালুকদার প্রতিষ্ঠিত ও সম্পাদিত এই ম্যাগাজিনটি আন্তর্জাতিক ক্রিয়েটিভ কমন্স সংস্থা কে.কে.আই কর্তৃক বাংলাদেশ ও ভারতে পরিবেশিত।
প্রধান উপদেষ্টা
এবিএম সোহেল রশিদ
প্রধান সম্পাদক
ইমতিয়াজ সুলতান ইমরান
সম্পাদক
পারভেজ হুসেন তালুকদার
উপ-সম্পাদক
আল-জাবির আহমেদ