নতুন ভোর
সুজন আরিফ

নাকের ডগায় চাঁদের আলো
উত্তুঙ্গ জলের তোড় যেনো ভেসে যাবে বেলাভূমি
রুপোলী কাদায় ছোটে দুরন্ত স্বপ্নবীজ
ব্যর্থ মেঘ ফিরে যায় আগুন লাগার ভয়ে
হাতে নেই গোলাকার পৃথিবী
শুরু হোক যুদ্ধ জয়ের পালা।

দীর্ঘ থেকে দীর্ঘ হয়
সমুদ্রে ঘেরা রাতের আঁধার
মধুর আলাপে ভেসে ওঠে নতুন আলোর চর
জেগে থাকে ষোড়শী আকাশ ব্যক্তিগত বাতিঘরে
ধানী জমিতে দৃষ্টি ছোঁড়ে আমাদের সূর্যচোখ
ভোরের ডানায় চড়ে ধীরে ধীরে হেঁটে যাবে সমতলে।

—- ———–
সুজন আরিফ
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।