শিশুর হাসি প্রশান্ত কুমার মণ্ডল শিশুরা সব ফুলের কুঁড়ি সবার বাড়ি আছে শিশু মানেই আলোর কণা ডাকে সবাই কাছে। সরল মুখে মধুর হাসি সকলে ভালোবাসে শূন্য ঘরে চাঁদের আলো যখন তারা হাসে। শিশুর হাসি ফুলের মতো নেই তো মনে পাপ সেই হাসিটা সবার খুশি হয় কি পরিমাপ। 2022-10-12