
শিশির হাসে
শরীফ সাথী
হীম শীতলের দিন পেরুনো
মধুর কয়েক মাসে,
সকাল হতেই রবির আলো
আসে সবুজ ঘাসে।
সুপ্ত শিশির কণাগুলো
মুচকি মুচকি হাসে,
ঘাসের ফড়িং প্রজাপতি
সবাই ভালোবাসে।
ঢেউ তুলে যাই আপন মনে
কৃষকের হাল চাষে,
রোদের ছোঁয়া লাগতে গায়ে
হারায় অনায়াসে।
শরীফ সাথী
গীতিকার : বাংলাদেশ বেতার ও টেলিভিশন
বসবাস : সাহিত্য সদন
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা ৭২২১।