নিয়ামত
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শেরপুর, বগুড়া

গাছে গাছে ফুলের কলি
নানান ফুল তার ফোঁটে,
মধুর লোভে মৌমাছি আর
ভ্রমর ফুলে ছোটে।
নানা স্বাদের ফল যে গাছে
থাকে ঝুলে ঝুলে,
কিচিরমিচির পাখি ডাকে
গাছ ও নদীর কূলে।
আকাশ ভরা হাজার তারা
অপুর্ব তার ছবি,
সবুজ শ্যামল এই পৃথিবী
দিচ্ছে আলো রবি।
মাঠে মাঠে শস্যে ভরা
কতো পাহাড় পর্বত,
চারদিকে দেখছো যা ভাই
খোদার তা নিয়ামত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।