রবের ইশারায়
এস.এস শাহ সিয়াম

কার নামে ঐ মিষ্টি সুরে
গান গেয়ে যায় পাখি,
কার সাজানো সৃষ্টি দেখে
জুড়ায় দুটো আখি।

কার ইশারায় যায় বয়ে যায়
মুক্ত নদীর পানি,
কার গানে ঐ জোয়ান মাঝি
চালায় নৌকা খানি।

কার ইশারায় তারকারাজি
মিটমিট করে হাসে,
কার ইশারায় শিশির বিন্দু
ঘাসের বুকে ভাসে।

কার ইশারায় আধার কাটে
নিত্য সকাল নামে,
স্বপ্ন বাজরা স্বপ্ন আঁকে
রঙিন মনের খামে।

একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।