আমরা সবাই খুশি
আনজীর লিটন

যদি এই পৃথিবী সাগর হতো
সাগর হতো কালি
বাতাস ছাড়া গাছের ডালে
ফুটত ডিমের হালি।
আকাশ হতো ফুলের বাগান
চাঁদটা হতো রুটি
সূর্য পাহাড় থাকত না আর
থাকত মেঘের ছুটি!

তখন পানি কোথায় পেতাম বল
পান করতাম কী?
তারচে’ভালো এতেই খুশি
যা যা পেয়েছি।

লেখক পরিচিতি : আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞানে। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য বই : আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত, প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। আনজীর লিটন লেখালেখির স্বীকৃতি স্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।