এক দুই তিন

উশৈমং মারমা

এক দুই তিন
এক দুই তিন
ভুলব না কোনোদিন।

চার পাঁচ ছয়
চার পাঁচ ছয়
জয় করব ভয়।

সাত আট নয়
সাত আট নয়
মোরা করব জয়।

দশ এগারো বারো
দশ এগারো বারো
অস্ত্র তোমরা ধরো।

তেরো চৌদ্দ পনেরো
তেরো চৌদ্দ পনেরো
মনের সাহস বড়।

ষোলো সতেরো আঠারো
ষোলো সতেরো আঠারো
যোদ্ধ তোমরা করো।

উনিশ বিশ একুশ
উনিশ বিশ একুশ
স্বাধীন বাংলাদেশ।

বাইশ তেইশ, বাইশ তেইশ
জয় বাংলাদেশ।

রচনাস্থান :

বাংদিয়া ডাক বাংলা আশ্রম পাড়া, রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।