মজনু মিয়ার গুচ্ছ ছড়া
মঙ্গল শোভা যাত্রা
একটা রীতি বহুদিনের
পালন করে ঢাকা
মঙ্গল শোভা যাত্রা করে
যতন করে রাখা।
রঙ-বেরঙের সাজন কুজন
বৈশাখী রঙ মাখা
বাদ্যযন্ত্র বাজায় খুশির
ব্যানার পতাকা আঁকা।
মাঠে ঘাটে মেলা বসে
নাগরদোলা ঘুরে
সবার কী আর সাধ্য থাকে
টাকায় পকেট পূরে?
তবু বৈশাখ আসবে ঠিকই
ধরার নিয়ম মতে
যার যেমন সাধ্য থাকে সে
সাজে রূপের শ’তে।
মর্যাদার মাস রমজান
আরবি বারো মাসের মধ্যে
রমজান মাস ভালো
এই মাসে জ্বেলেছেন আল্লাহ
কোরআনের আলো।
রমজান মাস কে তিন ভাগে
ভাগ করেছেন জানি
রহমত,মাগফিরাত, নাজাতের
উত্তম তা মানি।
রমজান মাসের সাতাশ তারিখ
কোরআন নাযিল হয়
তাই তো রমজান সব’চে প্রিয়
হয় যে বরকতময়।
ঈদে যেমন সাজি
ঝিলমিলা রঙিন পোশাকে
আলতা,স্নো দিয়ে
জুটি বাঁধা চুলে রাখি
বেণী সাজ নিয়ে।
কানের উপর চুলের ভাঁজে
একটা গোলাপ ফুল
কপাল ছুঁয়ে উড়ছে বায়ে
হালকা ক’টা চুল।
নুপুর বাজে ঝুনুরঝুনুর
হেলেদুলে চল
হাসিখুশি মুখে যেনো
আনন্দেরই ঢল।
মজনু মিয়া ( টাঙ্গাইল )