পারভেজ হুসেন তালুকদারের • ব‍্যর্থতার গুনগুন 

বিশ্বাস করো
আমি চাইনি
তোমার চোখের জলের ঝর্ণা।
তবুও সময়ের দুলাচলে
ভাগ‍্যের লিখনে, তুমি আজ
ব‍্যথাদের কোলাহলে।

জানো?
আজও সারাবেলা তোমাকে ভেবেও
ভাবনা যেন অতৃপ্ততা প্রকাশ করে।

কতদিন
তোমার দেখা নেই
মনে আছে?
সেই যে কবে
হয়েছিল শেষ কথা,
চাওয়াগুলো
না চাওয়ার দেশে আজ
বিধির এ কেমন প্রথা?

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।