প্রিয়তমার নববর্ষের চিঠি
গোলাপ মাহমুদ সৌরভ

প্রিয়

শুভ নববর্ষের ফাল্গুনী শুভেচ্ছা নিও প্রিয়। আশা করি গজে ওঠা নতুন পাতার মতো সতেজতায় পরিপূর্ণ তোমার মন এবং সুহালেই আছো। তুমি ভালো আছো ভালো থাকো এবং তোমার সুস্থতাই আমার কাম্য। আজ বহুদিন হলো তোমার কাছে চিঠি লিখা হয়না। লিখবো বলে খাতা কলম নিয়ে টেবিলে বসি কিন্তু তোমার রাগ আর অভিমানের কাছে আমার কলম থেমে যায় এবং দুচোখের জলে খাতা ভিজে যায়। সমানে নতুন বছর আমি চাই না পুরনো স্মৃতি কে আগলে ধরে বাঁচতে,চাই তুমি আবার নতুনের মতো করে নবদিগন্তের নতুন কোন আলোর সন্ধানে পরিপূর্ণ একটি জীবন গড়তে। আচ্ছা প্রিয়,আমরা কি পারিনা আবার নতুন করে জীবন কে সাজাতে, বাস্তবতার আলোকে আগামী সুন্দর শান্তির নীড়ে দু’জন প্রেমালাপ করে এবং ভালোবাসার স্বর্গীয় পথ তৈরি করতে। মনে রেখো প্রিয় একাকিত্বের নাম জীবন নয়, একাকিত্ব মানে ধোঁকে ধোঁকে নিজেকে অস্তিত্ব হীন করে গড়ে তোলা তাছাড়া তার মাঝে নেই কোন সুখ শান্তি, প্রেম ভালোবাসা, আছে শুধু নিরবে নিভৃতে চোখের জল ফেলে জীবন টা কে বিষন্ন করে তুলে। তুমি বলো,প্রিয় এরই নাম কি প্রেম ভালোবাসা? আর কতো দূরে,আমি যে,আর পারছি না তুমি চলে এসো,আবার আমরা নতুনভাবে ভালোবাসবো, ভুলে যাবো অতীতের সব কষ্টের দিন গুলো। আমি জানি আমার এই নববর্ষের চিঠি পেয়ে তুমি একটু হলেও অভিমানের আড়াল থেকে ভালোবাসার আলোতে ফিরে আসবে! তোমার শত ব্যস্তার মাঝে ও একটু সময় করে আমার লেখা টা পড়ে নিও। আমি জানি “তুমি আমাকে ভালোবাসতে না পারলেও ঘৃণা করতে কার্পণ্য বোধ করবেনা” কারণ ভালোবাসতে না পারলে ঘৃণা করবে কি করে। তবুও তোমার পথ চেয়ে ক্লান্ত সময় পাড় করেছি শুধু তুমি আসবে বলে। ভালোবাসাত কোন ঝরাপাতা নয়,যা ঝরে গেলে আর নতুন কুড়ি গজাইবে না, কাচের টুকরো ও নয়,যা ভেঙে গেলে আর জোড়া নিবেনা। ভালোবাসা হলো দুটি মনের ব্যপার যা ইচ্ছে করলেই পূর্ণরায় এক হওয়া যায় এবং সম্ভব, সুতরাং ভালোবাসা মানে ইচ্ছে পোষণ করে একটা সুন্দর সুখী জীবন গড়া। রাগ অভিমান ভালোবাসা কে দূরে ঠেলে দেয় আবার কখনো নতুন করে বাঁচতে শিখায়। তোমাকে দেখতে খুব ইচ্ছে করে তাই বেহায়াপনা বিলীন করে নির্লজ্জের মতো নববর্ষের প্রথম দিনে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে তোমার প্রিয় বাসন্তী শাড়ী পড়ে তোমার জন্য অপেক্ষা করবো। তাই একরাশ স্বপ্ন আর ভালোবাসা নিয়ে প্রিয় তোমার প্রিয়তমার নববর্ষের চিঠি। আমি জানি চিঠি পেয়ে তুমি অবহেলা না করে আমার হৃদয়ের ডাকে সারা দিবে এবং সঠিক সময়ে ভালোবাসার মূল্যায়ন করবে। তুমি ভালো থেকো,যে ভালোর শেষ নেই, তুমি সুখে থেকো, যে সুখের শেষ নেই, এই অনন্ত সুখের চিরন্তন প্রত্যাশা।

ইতি
তোমার প্রিয়তমা বাসন্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *