ফারুক নওয়াজ
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শেরপুর, বগুড়া।
কাজী মাবুদ জাহানারার
ছোট্র সুখের ঘরে,
জন্ম নিলো ফারুক নওয়াজ
বাটি আলো করে।
নভেম্বরের পয়লা তারিখ
উনিশো আটান্ন সালে,
খুলনা শহর নানির বাড়ি
থাকেন ভালোই ভালে।
শৈশব হতেই ফারুক নওয়াজ
লেখার হাতেখড়ি,
লিখছে ছড়া কবিতা আর
গল্প ভরি ভরি।
প্রথম কবিতার বই যে ভাই
তাঁর আগুনের বৃষ্টি,
আমার একটা আকাশ ছিলো
তাঁর’ই অমর সৃষ্টি।
ফুল,পাখি আর মুক্তিযুদ্ধ
আঁকেন নানা ছবি,
সাহিত্যিক ফারুক নওয়াজ
সবার প্রিয় কবি।