বিজ্ঞ এক শিল্প বিশারদ
প্রদীপ মণ্ডল
( জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ )

গোল গাল তোমার ঐ মুখে
গোল গোল বিদ্বানী চশমা
কি জানি কার কেমন লাগে
তোমার তো অপার করিশ্মা!

রূপের কথা নয় গো বাপু
ও যে তোমার ভুল ধারণা
মনের কথা বলি গো আমি
একচুলও ভুল করি না।

দিনে রাতে বেশ তো ঝাড়ো
বলতো বাপু কি করে করো
নিজের হোক বা সাজানো
মন থেকে কি মেনে নিতে পার?

দিনকে রাত বলে বলে গো
কত দিন আর বেঁচবে কথা।
রবি’কে কি কেউ কখনও
চাঁদ বলে মনে নেয় ব্যথা!

ছোট বেলায় জেনেছিলাম
বাতুলতা এক মানসিক রোগ
এখন যে দেখি অবাক চোখে
বকে বকে করা যায় ভোগ!

তুমি তো বাপু সবই জানো
বিজ্ঞ এক শিল্প বিশারদ
লেজ ধরে আর ঘুরবে কত
জানো না বুঝি কেন্দ্রের পথ!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।