
শীত এলো
মোঃ সাগর মিয়া
শীত যে এলো,গীত যে করো
পাখপাখালি ডানা মেলো।
আকাশ প্রাণে উড়ে গিয়ে
বরণ করো, চরণ ফেলো।
সবুজ ঘাসে শিশির ভেজা
রবির আলোয় আলোকিত।
হীরার মতো জ্বলে শিশির
মন কে করে পুলকিত।
খেজুর রসে,খেজুর গুড়ে
নানান রকম নকশাঁ পিঠা।
চিতই পিঠা,ভাপা পিঠা
সাথে আছে আখেঁর মিঠা।
মায়ের হাতে এসব খেতে
শীতকালে যে বায়না ধরি।
তাই-তো এসো সবাই মিলে
শীতকালেরে বরণ করি।