মগজাস্ত্র
সেখ মোসলেম আলি
চারিদিকে হাহাকার লাশের মিছিল,
দেশপ্রেম, জাতিপ্রেমের নামে নাশকতা।
আত্মঘাতি বোমা, বারুদের গন্ধ,
প্রশ্ন বিবেকের কাছে কোথায় মানবতা?
মগজের প্রতিটি নিউরোনে ধর্মান্ধতা,
কেমন সে শিক্ষা যে মনুষ্যত্বকেও হার মানায়।
পবিত্র ভাতৃত্বের বন্ধন ছিঁড়ে,
নিরীহ প্রাণ আর রক্তের স্বাদ চায়!
কেউ মারছে হাইড্রোজেন বোমা,
কুরুক্ষেত্রের পর বিলুপ্ত হয়েছে ব্রহ্মাস্ত্র!
মনবান্ছা আর শোষণ শাসনে-
লোলুপ জিহ্বায় শাণিত মগজাস্ত্র।
এটি আমার মৌলিক অপ্রকাশিত লেখা