ভালোবাসা আসে
মোঃ আকাশ হোসেন

ভালোবাসা আসে জমে থাকা মায়াবী বাঁধনে
ভালোবাসা আসে দীঘল মনের মুক্ত শিহরনে।
ভালোবাসা আসে স্বপ্ন দেখা ছায়ার হাতছানিতে
ভালোবাসা আসে কোনো এক পূর্নিমার রাতে।
ভালোবাসা আসে একলাটি ক্ষনিকের জীবনে
ভালোবাসা আসে বেঁধে রাখা আজন্ম স্বপনে।
ভালোবাসা আসে হারানো অতীতকে ভুলে গিয়ে
ভালোবাসা আসে জোয়ার-ভাটার স্মৃতি নিয়ে।
ভালোবাসা আসে আকাশের চোখমেলা হাসিতে
ভালোবাসা আসে ঘুম থেকে জেগে উঠা প্রভাতে।
ভালোবাসা আসে বিরহ বিচ্ছেদ দুঃখের অনলে
ভালোবাসা আসে হাসিমাখা জীবন-প্রদীপ জ্বলে।
ভালোবাসা আসে শরৎতের ফুটন্ত কাশফুলে
ভালোবাসা আসে মনের অজানা নদীর কূলে।
ভালোবাসা আসে মুক্ত আলোর সুপ্ত ছায়ায়
ভালোবাসা আসে আবার ছিন্নভিন্ন হয়ে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।