বৃষ্টি চাই
মোহাম্মদ শামীম মিয়া
চারদিকে সীমাহীন দূর্ভোগ চরমে,
অতিষ্ঠ সকলে ভয়ানক গরমে।
খালবিল-নদী আর খোলা মাঠ,
সবখানেই বইছে আগুনের পাঠ।
অস্থির পরিবেশ পাঠশালা বন্ধ,
জীবন হারিয়েছে স্বাভাবিক ছন্দ।
কাঠফাটা রোদে পোড়ে শ্রমিকের চর্ম,
বাঁচার তাগিদে চলে ঘামে ভিজে কর্ম।
মেঘের দেখা নেই আকাশের বুকে,
বৃষ্টিদের বর্ষন গেছে আজ চুকে।
মানুষের হাহাকার- আর্তনাদ শুনছি,
অপেক্ষায় সুদিনের প্রহর যে গুনছি।
চাইছি যে মহান খোদার রহমতের দৃষ্টি,
সদয় হয়ে শীতল বাতাস নামাও বৃষ্টি।