বটবৃক্ষ

মোঃ মনির সরদার 

বাবা তুমি আমার বটবৃক্ষ
বাবা তুমি আমার ছায়া।

বাবা তুমি আমার শিক্ষা অঙ্গণের শিক্ষক
বাবা তোমার হাত ধরে আমার পথ চলা।

বাবা তুমি ছিলে আমার সুখ
বাবা আজ তুমি উন্নিশ বছর ধরে আছো ঐ অন্ধকার কবরে।

বাবা কত রমজান মাস গেলো তবুও তোমাকে সঙ্গে পেলাম না
বাবা তুমি আমাদের একা করে রেখে গেলো এই জগত সংসারে।

বাবা তুমি ঐ অন্ধকার কবরে চিরনিদ্রায় আছো শুয়ে
বাবা আমার চোখে অশ্রু পড়ে শুধু তোমার জন্য।

বাবা তুমিই ছিলে আমার হাসি
বাবা তুমিই ছিলে আমার দীর্ঘ পথ।

বাবা তুমি আমার জীবন থেকে উন্নিশ বছর দূরে
বাবা তোমার জন্য আমার মনটা পুড়ে।

বাবা তুমি ঐ অন্ধকার কবরে
আছো শুয়ে
দোয়া করি মহান আল্লাহ পাক যেন তোমাকে রাখে সুখে!!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।