বাংলার মিস্টার বিন, জাদুশিল্পী রাশেদ শিকদারের প্রতি….

ছন্দ ছড়ায় বলি

পারভেজ হুসেন তালুকদার

প্রাণটা খুলে হাসতে পারি
দুঃখ ভুলে ভাসতে পারি
খুশির সুরে সুরে,
জাদুকরের সিংহাসনে
তোমার রাখি নিত‍্যক্ষণে
আমার হৃদয় জুরে।

তোমার কাজে শিক্ষা মাখা
আধার চিরে আলোক আঁকা
ক্লিপ ভিডিও যতো,
সেথায় আমি ছোট্ট চুড়াই
সোহাগ দিয়ে শিক্ষা কুড়াই
দিব‍্যি মনের মতো।

রাশেদ নামে ফুল ফুটেছে
মিষ্টি সুবাস রূপ জুটেছে
রাখবো হৃদে ধরে,
এই ছড়াটি শ্রদ্ধা ভরে
লিখেছি খুব যতন করে
রাশেদ ভাইয়ের তরে।

 

কবি

পারভেজ হুসেন তালুকদার একজন কিশোর কবি, ছড়াকার ও শিশুসাহিত‍্যিক। প্রতিভাবান এই তরুণ হাওর অঞ্চলের সুলতান ছড়াকার হিসেবে পরিচিতি পান ২০২১ সাল থেকে । বইটই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।