ছুটির ঘন্টা
মোঃ শাহীন।

ছুটির ঘন্টা কখন কার
বাজবে এই ভবে,
বাজলে ঘন্টা যেতে হবে
পরে রবে সবে।

পাঠশালাতে ক্লাস করি
আছি যত জন,
পরিক্ষা যে কবে হবে
ভাবে সবার মন।

আসল কিতাব পড়ি কম
নকল কিতাব ধরি,
নকল কিতাবের আদর্শতে
ভবের জীবন গড়ি।

এই জগতের পাঠশালাতে
থাকতে সবাই চাই,
এই খানেতেই ভালো আছি
ছুটির দরকার নাই।

এই জগতের পাঠশালাতে
পড়লে আসল পড়া,
পরিক্ষা হলে তবে রেহাই
নইলে খাবে ধরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।