আরেকটি বার
ইমরান খান রাজ

বৃষ্টি এলো
ভিজিয়ে দিল
আমার এই মন,
তুমিহীনা দিনটাতে
থাকেনা সুখ
করে শুধু জ্বালাতন।
দিকে দিকে খুঁজি
সকাল-বিকাল-সাঝে
পাইনা কোথাও দেখা,
তোকে ছাড়া আমি
শূন্যতায় ভুগি
কেন জানি লাগে একা৷
ছুঁই ছুঁই করে
তোকে ছুঁতে পারি না
পালাস কেন বারবার?
চল ভালোবাসি,
চল কাছে আসি
তুই-আমি আরেকটি বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *