আমি আর আমরা
সাঈদুর রহমান লিটন

সিত্রাং আসে বৃষ্টি ও আসে
আসে জলোচ্ছ্বাস
দিনের বেলা আঁধার নামে।
গাছের ডালে নৃত্য করে ধ্বংস
বুকের ব্যথা বাড়ে।
কানে শুনি গাছ ভাঙার জীবন ভাঙার গান
আমার পৃথিবী হয় বোবা বধির অন্ধ
ধনুষ্টংকারের মত বেঁকে যায় মেরুদণ্ড
অথর্ব হয়ে বেঁচে থাকি
আমি আর আমরা।

সাঈদুর রহমান লিটন
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃমধুখালী জেলাঃ ফরিদপুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।