ইমতিয়াজ সুলতান ইমরানের গান-

কথা মিছা নয়-

মানুষ একদিন ঠেলাগাড়ি হয়

ইমতিয়াজ সুলতান ইমরান

ছেলেবেলায় ছিলে সুখে
চলতে মনের মতো
যৌবনকালে আশেপাশে
বন্ধু পাইলে শতো
বাচ্চাকাচ্চা করতে মানুষ
হইবে জীবন ক্ষয়।
কথা মিছা নয়
মানুষ একদিন ঠেলাগাড়ি হয়।

বাড়লে বয়স অঙ্গ যখন
লাগবে অনেক ভারী
হইতে হবে সবার বোঝা
ভাঙ্গা ঠেলাগাড়ি
যাবার বেলায় ঠেলাগাড়ি
হইবার আছে ভয়।
কথা মিছা নয়
মানুষ একদিন ঠেলাগাড়ি হয়।

ঠেলাগাড়ি হইয়ারে ভাই
যাইবা যেদিন মরে
আসল ঘরে যাইবা সেদিন
ঠেলাগাড়ি চড়ে
গাড়ির উপর চড়বে গাড়ি
ইমতিয়াজে কয়।
কথা মিছা নয়
মানুষ একদিন ঠেলাগাড়ি হয়।

ইমতিয়াজ সুলতান ইমরান
কবি ও শিশুসাহিত্যিক
কাকুয়ারপার
ক্যাডেট কলেজ
এয়ারপোর্ট, সিলেট।

একটি মন্তব্য

  1. কৃতজ্ঞতা একরাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।