মাগো ক্ষমা করে দিও
মুহাম্মদ মুকুল মিয়া

আমার মায়ের ভালোবাসা
অনেক পরিপাটি
আমার মায়ের আদর-সোহাগ
সোনার চেয়ে খাঁটি।

আমার প্রথম শিক্ষা-গুরু
আমার প্রিয় মা
মা-কে আমি তাই কখনো
ভূলতে পারি না।

মা-ই আমার খেলার সাথী
মা-ই আমার সই
আমার মনের সকল কথাই
মায়ের কাছেই কই।

মায়ের দোয়া-ই আমার কাছে
সবার চেয়ে দামী
মাকে আমি ভালোবাসি
সারা দিবসযামী।

মাগো তোমার পায়ে পড়ি
ক্ষমা করে দিও
দুঃখ ঝড়ে কষ্ট এলে

কোলে তোলে নিও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।