<strong>জীবন তরী</strong>
<em>মো: নূরুল ইসলাম</em>


দুনিয়া অচেনা লাগে,
আসে কিছু দিনের তরে,
দিন শেষে চলে যায়,
যে যার মতো ঘরে।
ভাঙা গড়ার নিত্য খেলা,
পুনরায় জোড়া দিয়ে চলা।
ক্ষণিক জীবনের রয়েছে বাধা,
লোভ লালসার দ্বন্দ বৈরীতা।

এই তো জীবন, চিত্ত বিকল,
কে বা আপন কে বা পর,
শেষে বিচারে পায়না কোনো ফল।
মনে ভাসে বারবার,
যত পাপ দুনিয়ার,
জমা খরচের খাতা,
সব লিখা ভরা পাতা।
যাবে না কিছু বাদ,
যদি কভু হয় পরমাদ।

জীবনের গতি বহমান,
স্রোতের টানে চলে অবিরাম।
থামে শুধু প্রয়োজনে,
যখন কেউ তীরে নামে।
সময় শেষে নামতে বাধ্য করে,
জবাব কি দিবে, ভেবে মরে।
কারো আঁচলে নাই কিছু বাঁধা,
কারো কাছে কিছুই নাই, ফাঁকা।
নামে তাই শূন্য হাতে,
নিয়মের ব্যতিক্রম হবে না কোনোমতে।

আবার আসিবে কি ফিরে, এখানে?
নিশ্চিত মনে সচেতন জ্ঞানে,
করে জমা খরচের হিসাব,
হিসাবি যারা, করে একমনে।
তরী থেকে মাঝপথে,
নেমে গেলে হয়ে যাবে ভুল।
অনন্ত সাগরে ডুবে,
সাঁতার দিলে ও, পাবে না কোনো কুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।