জ্ঞানের আলো ছড়ায় বইয়ের মাধ্যমে, বই না পড়ে কেউ জ্ঞানের আলো পায় না। তাই জ্ঞান বৃদ্ধির জন্য বই পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহর বা গ্রামে বিভিন্ন পাঠাগার গড়ে উঠেছে। সেই পাঠাগারে কিশোর- কিশোরীদের আনা গোনা।

“আসুন পড়ি বই, আলোকিত হই”- এ স্লোগান কে সামনে রেখে কবি রাসেল হাসান এর পরিচালিত নেত্রকোণা সদর থানার মৌগাতি ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামে প্রতিষ্ঠিত বইবন্ধু পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় বিভিন্ন কবি, লেখক, জ্ঞানী-গুণীদের উপস্থিতি ছিলো। কেকে কাটার মাধ্যমে বইবন্ধু পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

৮ ই অক্টোবর সকাল ১০ টায় কবি রাসেল এর মৌগাতী ইউনিয়ন এর নিজ বাড়ির সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেন। সভাপতিত্ব করেন কবি রাসেল হাসান এবং সঞ্চালনায় ছিলেন কবি হাফসা আক্তার মোহ।

এ সময় প্রধান আলোচক ছিলেন মহান লেখক, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক হারাধন সাহা, কবি অধ্যাপক আনোয়ার হাসান, ভালোবাসার কবি তানভীর জাহানচৌধুরী,নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেসুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার আহবায়ক ও ময়মনসিংহ বিভাগীয় সেক্রেটারি সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক আলপনা বেগম, কবি অধ্যাপক তিতাস মিয়া, কবি অধ্যাপক খন্দকার অলিউল্লাহ, হাওর বন্ধু ইকবাল হোসেন,রাজনীতিবিদ ইসহাক সহ এলাকার কিশোর কিশোরী ও সুধীজন।

এ ছাড়াও পাঠাগারে কবি অধ্যাপক তিতাস আহম্মেদ, রাজনীতিবিদ মোহাম্মদ ইসহাক ও সাংবাদিক শামীম তালুকদার বেশকিছু করে বই উপহার দিয়েছেন। এছাড়াও পাঠাগারটিকে আরও উন্নত করার লক্ষ্যে সহযোগিতা করবেন বলে বক্তারা আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *