সাহিত‍্য সংবাদ: সম্প্রতি আত্মপ্রকাশ ঘটেছে সাহিত্য আন্দোলনের নবীন সঙ্গী আলোড়ন ম‍্যাগাজিনের। জুলাই-২০২৩ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনার যাত্রা শুরু করেছে সাহিত্যের এই ছোট-কাগজটি। মূলত নবীন অপ্রকাশিত লেখকদের পাঠক মহলে পরিচয় করানো সহ নবীন সাহিত্যের সুর দিকে দিকে ছড়িয়ে দিতে আবির্ভাব এই ম‍্যাগাজিনটির। আমীরুল ইসলাম ফুআদ, মুনির শফিক, আবরার নাঈম, নাঈমুল হাসান তানযীম ও রাহাতুল ইসলামদের সম্পাদিত এই ম‍্যাগাজিনটিকে স্বাগতিক অভিনন্দন জানিয়েছে কাব‍্য কিশোর। তাছাড়াও সূচনা সংখ‍্যায় লিখে স্বাগত জানিয়েছেন দেশের অনেক কবি-সাহিত‍্যিকগণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।