ভালোবাসার লোভ
রিয়াজ মাহমুদ রাতুল

সময়ের পরিক্রমায়—
আঘাতে জর্জরিত হয়েছি বারংবার।
কাঁচের মতো ভেঙেছে এই হৃদয়,
রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয়েছে অবিরত!

অনেক কেঁদেছি, শ্রাবণের বৃষ্টি ধারার মতো।
কেউ দেখেনি, কেউ বুঝেনি।
অসম্ভব ভালোবাসার লোভ দেখিয়ে যে একদিন-
শপথ করেছিল আজীবন আগলে রাখার,
সে-ই আবার কুঠারাঘাত করেছে রক্তস্নাত এই বক্ষে।

আমি আবার ওঠে দাঁড়িয়েছি,নতুন স্বপ্ন বুনেছি
একবুক আশায় পথ চলতে শুরু করেছি।
ঠিক তখনই কেউ না কেউ আবার আঘাত করেছে।
অসম্ভব ভালোবেসে, খুব স-য-ত-নে-
মিথ্যে ভালোবাসার লোভ দেখিয়ে।

রিয়াজ মাহমুদ রাতুল
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *