খাবে বলো কে কে
শাহীন খান

জৈষ্ঠ্য দিনে মন থাকেনা ঘরে
উদাস দুপুর ডাকে আমায় হাতটি নেড়ে নেড়ে
ভাবনাটা যায় বেড়ে
প্রাণটা কেমন করে!

জৈষ্ঠ্য দিনে ঘামটা শুধু ঝরে
মাঠের পরে যায় না থাকা গনগনে রোদ্দুরে
কষ্ট হৃদয় জুড়ে
ব্যাকুল হঠাৎ ঝড়ে!

জৈষ্ঠ্য দিনে ঘুঘুর ডাকাডাকি
মিটিং করে গাছের ছায়ায় হাজার রকম পাখি
স্বপ্নে ভরা আঁখি
করছে মাখামাখি।

জৈষ্ঠ্য দিনে কাঁঠাল ও আম পাকে
লিচু ও জাম আছে পেকে গাছে ঝাঁকে ঝাঁকে
খাবে বলো কে কে
মাংশ ও দুধ রেখে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।