গ্রাভিটি
আব্দুল মুহিত ত্বাহা
শুধু তোমার জন্য-
মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলো-
রোজ উসখুস করে
আমার হাইপোথ্যালামাস আজ উদ্দীপ্ত
নিয়মিত নিঃসরিত হয় ডোপামিন।
তোমার ডাগর কাজল চোখে কি পড়েনা?
সেই কবেই তোমার সংকটের শীতল ব্যাসার্ধে
আটকা পড়েছে আমার অস্থির হৃদয়।
তুমি কি কখনো সুস্থিত হবে না?
শুধু একবার হাতছানি দিয়েই দেখো
কি অসীম ক্ষীপ্রতায়।
চারিদিকে এত মজার উপকরণ!
তবু মন বিষাদ কেনো?
নিউরণ থেকে গায়েবী আওয়াজ আসে,
“ঐ অসাধারণ মেয়েটাকেই আজও অনেক বেশি প্রয়োজন।”
শিক্ষার্থী,
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ।
কবি পারভেজ হুসেন তালুকদার প্রতিষ্ঠিত ও সম্পাদিত কাব্য কিশোর এখন আন্তর্জাতিকমানের এক সুপরিচিত পত্রিকা।









