দুঃখের সময়
মোঃ মনোয়ার হায়দার।
রাত্রি যখন গভীর হয়
ঘুম থাকেনা চোখে,
কত ব্যথা আমার মনে
জানে নাতো লোকে।
কাজ করে সবার থাকে
পকেট ভরা টাকা,
কাজ নেই তাই তো আমার
পকেট থাকে ফাঁকা।
সময় এখন খুবই খারাপ
দুখে যাচ্ছে দিন,
হয়তো খারাপ সময় আমার
থাকবে না চিরদিন।
যে-মন করে রাখে প্রভু
দেয় যতই দুখ,
দুখের পর তিনিই দিবেন
পৃথিবীতে সুখ।