হঠাৎ বিয়ে
জিল্লুর রহমান

আইবুড়োটা গোঁ ধরেছে করবে এবার বিয়ে,
আজকালের মধ্যে তার চাই যে একটা মেয়ে।
কেউবা গেল উত্তরে আর কেউবা দক্ষিণে,
কেউবা গেল পূর্ব দিকে কেউবা পশ্চিমে।
মেয়ে কী আর দই সন্দেশ চাইলে পাওয়া যায়?
বিয়ে তো নয় পুতুল খেলা হঠাৎ করা যায়।
দিনের শেষে ক্লান্ত সবাই ফেলে দীর্ঘশ্বাস,
বউ পাওয়া যে এত কঠিন হয়নি তো বিশ্বাস।
আর একদিনের মধ্যে তাকে দিতে হবে বিয়ে,
নইলে যে সে প্রাণ হারাবে গলায় রশি দিয়ে।
সারাটা দিন ঘুরে শেষে পেল একটা মেয়ে,
বয়সে যে সে অনেক ছোট আইবুড়োটার চেয়ে।
মুখ যেনো তার গোলগাল বেজায় চাপা নাক,
গলাটি তার বকের মতো হাতির মতো দাঁত।
বাপে রাজি, মায়ে রাজি, পড়শীরা সব রাজি,
অল্প বয়সে বিয়ে বসতে কনেতো নয় রাজি।
সবই শুনে আইবুড়ো কয় তাতে ক্ষতি কী?
পিছন থেকে কনের বোনে বলবে আমি রাজি।
আইবুড়ো আর বরযাত্রীরা করতে গেল বিয়ে,
অরাজিতে কনে বেচারির হলো হঠাৎ বিয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।