
আঁখি
সুলতান মাহমুদ
মিষ্টি মেয়ে আঁখি,
সকালবেলা কুসুমবাগের
কিচিরমিচির পাখি।
রবির সাথে হাসে,
সেজেগুজে স্কুলে যায়
সবাই ভালোবাসে।
সত্য কথা বলে,
ধনী গরীব সবার সাথেই
মিলেমিশে চলে।
রেডি রাখে পড়া,
খেলাধুলার সাথে শিখে
গান কবিতা ছড়া।
মাঠের পানে ছুটে,
প্রজাপতি, ফড়িং সোনা
বন্ধু হয়ে জোটে।
রবি থেকে শনি
দুরন্ত এই মিষ্টি মেয়ে
সবার চোখের মণি।
বিনীত
সুলতান মাহমুদ
তক্তার চালা
সখীপুর, টাংগাইল।