খুকুর ইচ্ছে
প্রশান্ত কুমার মন্ডল

সকাল বেলা বকুল ফুল
কেউ যেওনা দলে
ছোট্ট খুকু কুড়ায় বসে
মালা গাঁথবে বলে।

ঘরেতে আছে বাবার ছবি
পরিয়ে দেবে মালা
কোমল হাতে সোনার পরশ
করছে বুকে খেলা।

বাবা তাকে বাসতো ভালো
করতো আদর কত
সেই কথাটি চোখের জলে
ভাবছে কত শত।

এখন বাবা নেই যে তার
স্মৃতিটা আছে মনে
উঠলে মনে বাবার কথা
তাইতো দিন গোনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।