শরৎ কালে
সুপদ বিশ্বাস

সূর্যিমামা আলোর রেখায়
পুব আকাশে জাগে,
স্বাধীন সে-তো শরৎ কালে
বন্দি ছিলো মেঘের জালে
এই ক’টাদিন আগে।

মেঘ বালিকার ইচ্ছে হলে
চোখ ভরে না জলে,
বকের সারি ঝাঁকে ঝাঁকে
পালতোলা না’ নদীর বাঁকে
আপনমনে চলে।

মাঠে-ঘাটের চির সবুজ
কচি ধানে দোলে,
মিষ্টিরোদের হালকা ছোঁয়া
শিশির কণা ধোঁয়া ধোঁয়া
লুটায় ঘাসের কোলে।

নদীর পাড়ে কাশের বনে
মনকে সবার টানে,
শাপলাফোঁটা বিলের জলে
হংসমিথুন ভেসে চলে
দারুণ শোভা আনে!

শিউলিতলায় ঝরা ফুলে
শ্বেত চাদরে ঢাকে,
নীল আকাশে হঠাৎ করে
মেঘ বালিকা যাবে ভরে
বৃষ্টি তারই ফাঁকে!

শ্যামনগর,সাতক্ষীরা।
০১৯৭১-৯৭৫৭৬৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।