
রাসুল ( সঃ) আমার
রাহাত হাসান
রাসুল আমার ভালোবাসা
রাসুল আমার প্রেম,
রাসুল আমার এই হৃদয়ের
শুভ্রতারই ফ্রেম ।
রাসুল আমার মন কাননে
ফুটন্ত এক ফুল,
রাসুল আমার জগৎ সেরা
হয় না যে তার তুল।
রাসুল আমার ভালোবাসা
রাসুল আমার সব,
রাসুল আমার হৃদয় জুড়ে
শ্রেষ্ঠ অনুভব।
রাসুল আমার মনের ছবি
তার পরে কেউ হন না নবী।
রাসুল আমার ভালোবাসা
রাসুল আমার জান,
রাসুলেরই অপমানে
বিলিয়ে দেব প্রাণ।