
কান্না
মনের মাঝে জমে থাকা
দুঃখ কষ্ট শতো;
ওসব লাঘব করে নিবো
কেঁদে ইচ্ছে মতো।
কান্না শুধু করবো আমি
মহান রবের ভয়ে;
আছে যতো প্রার্থনা সব
তাঁরে যাবো কয়ে।
বন্দেগি তাঁর করি আমি
সাহায্য তাঁর চাহি;
তাঁরই মদদ ছাড়া আমার
কোনো উপায় নাহি।
পরকালের শাস্তির কথা
যখন মনে পড়ে;
হাসি তখন আসে না আর
শুধু অশ্রু ঝরে।
আল্লাহর ভয়ে ঝরলে অশ্রু
মিলবে আরশের ছায়া;
খোদা ভীরু সকল লোকে
পাবেন প্রভুর মায়া।
তাল বেতাল
ভাদ্র মাসে বৃষ্টি ঝরে
বর্ষা নাহি ছাড়ে;
বিদায় কবে নিয়ে যাবে
কেহ জানে নারে।
শালীন পোশাক ছেড়ে দিয়ে
নগ্নতার সাধ জাগে;
এমন অাজব কান্ড কেহ
দেখেনি তো আগে।
ছাগল দিয়ে হয় নাতো চাষ
চেষ্টা দেখছি তবু;
থুথু গিললে মিটে নাতো
জলের তেষ্টা কভু।
খেলোয়াড়ে খেলবে খেলা
প্রতিপক্ষের সনে;
নেতায় নেতায় খেলার কথা
শুনছে জনগণে।
সবকিছুতে তাল হারিয়ে
হয়ে গেছে বেতাল;
জীবন জগৎ চারিদিকে
চলছে দশা বেহাল।