
হেমন্ত কাল
মোঃ শরীফ উদ্দিন
এলো সুখের হেমন্তকাল
হলুদি খাম নিয়ে,
ধানের ডগায় বইছে বাতাস
শিশির ছোঁয়া দিয়ে।
পাকা ধানের ঝলক নিয়ে
স্বপ্ন সুখের তানে,
হেমন্তের ওই হিমেল পরশ
এলো সবুজ পাণে।
নতুন ধানে গোলা ভরতে
সবুজ মাঠের পাশে,
ধানের ডগার হলদে রঙে
কৃষক সুখে হাসে।
সবুজ মাঠে বাংলার কৃষক
ভারি শীতের মাঝে,
সোনার ফসল ঘরে আনতে
ব্যস্ত থাকে কাজে।
শীতল শিশির মৃদু হাওয়ায়
নবান্নের ওই পিঠে,
হেমন্তের সেই হিমেল ছোঁয়ায়
খেতে লাগে মিঠে।