
মেঘের দেশে
চিত্তরঞ্জন সাহা চিতু
মেঘের দেশে চাঁদের বুড়ি
লুকিয়ে বুঝি থাকে,
কষ্ট পেলে মেঘেরা সব
গুড়ুম গুড়ুম ডাকে।
কাঁদলে পড়ে বৃষ্টি ঝরে
আকাশ কালো হয়,
বুকটা তখন দুরু দুরু
বড্ড করে ভয়।
থাকলে ভালো তারার দেশে
বসে আলোর মেলা,
চাঁদের বুড়ি চড়কা কেটে
কাটায় সারা বেলা।
মেঘের দেশে আকাশ জুড়ে
মেঘরা সব ভাসে,
তাই না দেখে চাঁদের বুড়ি
খিলখিলিয়ে হাসে।