ভোরের আমেজ
আলী হায়দার আহমেদ সুজেল

ভোর সকালে পাখিরা সব
মিষ্টি সুরে ডাকে
শিশির ভেজা পরিবেশ টা
শান্ত নিরব থাকে।

এমন সময় জাগতে আমার
ভীষণ ভালো লাগে
ভোর সকালে তাইতো আমি
জাগি সবার আগে।

সূর্যের কিরণ নিত্য রূপে
দেয় যে তখন দেখা
শান্ত পথে হাটতে আমার
ভালো লাগে একা।

মাঝে মাঝে ভাবি আমি
পাখি হয়ে উড়ে
রোজ ভোরেতে পাখা মেলে
চারপাশ দেখি ঘুরে।

একটি মন্তব্য

  1. জাজাকাল্লাহ খাইরান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।