বিজয় তুমি
কবির হোসাইন
তাহিরপুর,সুনামগঞ্জ
আমার চোখে বিজয় তুমি
স্বপ্নে আঁকা ছবি তুমি
বাংলা মায়ের মুখ,
কত ত্যাগ কত কষ্টের পর
কত বছর কত শোষণের পর
স্বাধীনতার সুখ।
আমার চোখে বিজয় তুমি
লাল সবুজের পূণ্যভূমি
একাত্তরের রণ,
লাখ মা বোনের ইজ্জতের বিনে
বিজয়ের পতাকা যে কিনে
করেছিল যে পণ।
তাইতো আজকের স্বাধীনতা
পাকিস্তানের অপারগতা
বাঙালির বিজয়,
বুকের তাজা রক্ত দিয়ে
স্বাধীনতা যারা নিল ছিনিয়ে
তারাই অকুতোভয়।