বাবুই পাখির বাসা
শাহজালাল সুজন
তাল গাছেতে বাবুই পাখি
খড় কুটোতে থাকে,
ছোট্ট খোকার বায়না দেখি
ওঠবে মইয়ের বাঁকে।
পবন ঢেউয়ে পাখির বাসা
একটু করে দোলে,
তাই না দেখে খোকা বুঝি
নিতে চায় যে কোলে।
খোকা এখন দাঁড়িয়ে রয়
তাল গাছের’ই পানে,
পাখির ছানা নিয়ে খোকা
উঠান মাতবে গানে।
পড়ার ফাঁকে চেয়ে থাকে
ঘাড় নাড়িয়ে খোকা,
বাতাস এলে দৌড়ে গিয়ে
পায় আশাতে ধোঁকা।
কখন পাবে পাখির ছানা
খেলবে নিয়ে হাতে,
মন বসেনা পড়ার বইয়ে
সজাগ থাকে রাতে।