দেশের জন্য লড়বো ইমরান খান রাজ দেশের জন্য লড়বো মোরা দেশের জন্য বাঁচবো, কৃষক-শ্রমিক, গরীব-দুখী সবার সাথে হাসবো। নাই ভেদাভেদ, নাইকো লোভ দেশের স্বার্থে করবো কাজ, ন্যায়ের পক্ষে বলবো কথা প্রতিবাদ করতে পাই না লাজ ! দেশের মাটি, দেশের ঘাটি রক্ষা করবো জীবন দিয়ে, দেশের গান গেয়ে যাবো বীরের মত এগিয়ে। 2023-08-14