জীবিত এক লাশ
আল জাবির আহমেদ
নেই বা কেনো এই তুমি আজ
ভর দুপুরের আলোয়
ভীষণ বিষে আসছো কেনো
কল্পনা রাত কালোয় ।
আমি যে আমার চারিপাশ ধেয়ে
তোমায় দেখি বার
নিশির গগনে তাঁরার লগনে
কল্পনায় একরাশ ।
রয়েছো তুমি এই মনে হায়
কঠিন বেদনায়
নিশির পানে একরাশি শোক
বয়ে যায় বসুধায়।
কোলাহল বহে ব্যস্ত সবি
এইতো চারিপাশ
পাথর আমি বিব্রত কেবল
জীবিত এক লাশ ।