শেখ রাসেল
আজাদ ইবনে ছানাওর
সকল শিশুর উদ্দীপনা
নামটি রাসেল তারই,
সে যে সবার প্রাণবন্ত
টঙ্গী পাড়ায় বাড়ি।
বঙ্গবন্ধুর ছোট্ট রাসেল
শেখ হাসিনার ভাই,
শেখ জয়েরই প্রিয়মামা
লাল-সবুজের ‘আই’।
পন্-র আগস্ট মনে হলে
হৃদয় ফেটে যায়,
বিনাদোষে দেশ-দ্রোহীরা
প্রাণটি কাড়ে হায়!
জোট বেঁধেছে সবশিশুরা
রাসেল হবে তারা,
রাসেল থেকে শিক্ষা নিয়ে
গড়বে জীবন সারা।
শব্দার্থ: আই = চোখ।