শরতের বৃষ্টি
শেখ নাজিম উদ্দিন আহমেদ (সোহাগ)

এই শরতে বৃষ্টি এসে
দিচ্ছে শীতের হাতছানি।
হিম পরশে মন আবেশে
কাটছে বেশ দিন-রজনী!

কাশফুলে আর ঘাস ফুলে
কুয়াশারা শ্বাস ফেলে।
সকালটা’কে আগলে রাখে
মৃদু আলোর উচ্ছলে!

সাদা বকের পালক জুড়ে
বৃষ্টি ফোটার ঝলকানি!
গোধূলির নিভু আলোতে যেন
ঝলসানো মনের বেলকনি!

বৃষ্টি দিনে অলস মনে
গৃহের কোণে আনমনে।
খুশির জোয়ার বইছে ক্ষণে
ক্লান্তি শেষে চনমনে!

এমন শরৎ বৃষ্টি ধারা
প্রবাহিত হোক অবিরত।
নির্মল খুশির ঝর্ণা ধারায়
মন হোক না পুলকিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।