ছোট্ট ছেলে রাসেল
ফারিহা ইয়াসমিন

বঙ্গবন্ধুর ছোট্ট ছেলে
সবার চোখের মনি,
আদর মাখা হৃদয় কাড়া
যেনো হীরের খনি।

হেঁসে খেলে দিন কাটাতো
বাড়ির উঠোন জুড়ে,
পাখির মতো ডানা মেলে
সারা পাড়া ঘুরে।

সাইকেল টা কে সঙ্গী করে
কাটতো সুখে বেলা,
সকাল সন্ধ্যা পড়তে বসে
বিকেল হলেই খেলা।

পঁচাত্তরের আগষ্ট মাসে
বত্রিশ নম্বর বাড়ি,
পনেরো তারিখ শত্রুসেনা
প্রাণটা নিল কাড়ি।

হাসি খুশি ভরা ছিলো
পবিত্র সেই মুখে,
বাঁচতে ওরা দিলো না তো
এই পৃথিবীর বুকে।

এই বাংলার আকাশ-বাতাস
কাঁদে তারেই শোকে,
রক্ত জবা কৃষ্ণচুড়া
অশ্রুভেজা চোখে।

রাসেল তুমি থাকবে মিশে
সব শিশুদের মাঝে,
তোমার টানে শিউলি বকুল
আজো রঙিন সাজে।

তুমি আছো ভোরের আলোয়
পাখির মধুর গানে,
গোপালগঞ্জে মধুমতীর
মিষ্টি কলতানে।

যতদিন এই সবুজ-শ্যামল
বাংলাদেশটা থাকবে,
কবির গানে প্রাণের টানে
সবাই মনে রাখবে।

এই বাংলার মাটি মানুষ
তোমায় নিবে চিনে,
লক্ষ কোটি শ্রদ্ধা জানাই
তোমার জন্মদিনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।