ইমতিয়াজ সুলতান ইমরান এর দুটি ছড়া

(এক)
মাতলামি
সন্ধ্যারাতে পথের ধারে
লেজকাটা দুই বান্দরে
একটা টানে অন্যটারে
শাস্তি দিতে কান ধরে।
ব্যথা পেলে গাল ফুলিয়ে
একে অন্যে মান করে
আবার দেখি দুজন মিলে
গলা ছেড়ে গান করে।
গল্প করে জাতে ওরা
দেশে নাকি খান্দানী
ঘরে গেলে গিন্নি দেবে
হাতে তুলে পানদানি।
একটা দেখি অন্যটারে
গলায় ধরে জড়াইয়া
হাসির ফাঁকে কান্নাকাটি
অশ্রু ঝরে গড়াইয়া।
কৌতূহলে কাছে গেলাম
দেখতে ওদের পাতলামি
গিয়ে দেখি দুই নেশাখোর
করছে রসের মাতলামি।
(দুই)
মুখোশধারীরা নাম চায়
তামাম বাংলা ভরিয়া গিয়াছে
আমাম লীগের চামচায়
শেখ মুজিবের ভক্ত কইয়া
ডাইন ছাড়িয়া বাম চায়।
অনেকে নতুন লেখক সাজিয়া
সমাজে তাদের দাম চায়
মুখোশের তলে মুখটা রাখিয়া
বাংলার বদনাম চায়।
দেশের ভিতরে এসব ইতরে
ঘটাইতে পাপকাম চায়
কুকাম করিয়া বস্তা ভরিয়া
মামার বাড়ির আম চায়।
মুজিবপ্রেমিক সাজিয়া তাহারা
কোমড় বাঁধিয়া গামচায়
আসল চেহারা গোপন করিয়া
সুযোগ বুঝিয়া খামচায়।
সাহসী বাঙালি নজর রাখিও
এগুলোর রোজনামচায়
আমাম লীগের লিস্টে এখন
মুখোশধারীরা নাম চায়।
ইমতিয়াজ সুলতান ইমরান
ছড়াকার, শিশুসাহিত্যিক
কাকুয়ারপার
ক্যাডেট কলেজ
এয়ারপোর্ট, সিলেট।