আসতে যদি ফিরে
রতন বসাক

জাতির পিতা শেখ মুজিবুর
কোথায় চলে গেলে,
শত্রুর হাতে প্রাণটা দিয়ে
দেশবাসীকে ফেলে।

তোমার ভাষণ শুনে সবাই
মুক্তিযুদ্ধে লড়ে,
অনেক রক্ত ও প্রাণ দিয়ে
দেশকে মুক্ত করে।

স্বাধীন হয়ে আমরা থাকি
তোমার জন্য দেশে,
কেমন আছে সবাই এখন
দেখতে যদি এসে।

আজও কিছু শত্রু আছে
স্বার্থ নিয়ে চলে,
ভাষণ দিয়ে সেবার কথা
মুখেই শুধু বলে।

তোমার মতো মানুষ যদি
আবার জন্ম নিতো,
ধনী গরিব বিভেদ ভুলেই
সেবায় মনটা দিতো।

 

 

 


লেখক পরিচিতি :-
নাম – রতন বসাক,
জন্ম :- ২৬ .০২.১৯৬৭
স্থান :- কলকাতা
শিক্ষা :- স্নাতক (B.A.)
প্রাক্তন সৈনিক, ভারতীয় বিমান বাহিনী।
জুন, ২০১৮ থেকে আমি ছড়া, কবিতা ও প্রবন্ধ লেখা শুরু করি। ফেসবুকে বিভিন্ন সাহিত্য গ্রুপে নিয়মিত প্রতিদিন লেখালেখি করি। এ পর্যন্ত ৬৫০০ টির বেশি বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে সম্মাননা প্রাপ্ত কবিতা লিখেছি। ২৫ টির বেশি যৌথ কাব্য সংকলন ও ১ টি একক পরমাণু কবিতার বই আমার বের হয়েছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।